শৃঙ্খলাভঙ্গের ঘটনায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) কড়া শাস্তি দিল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। গত অক্টোবর ও নভেম্বরে অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তিনটি ম্যাচে শৃঙ্খলাভঙ্গের ঘটনায় বাফুফেকে মোট ৩০ হাজার ২৫০ সুইস ফ্রাঁ জরিমানা করেছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৯ লাখ টাকা।
যেই তিনটি ম্যাচ নিয়ে অভিযোগ তার দুইটি হয়েছে ঢাকায় ও একটি মালদ্বীপে। গত ১২ অক্টোবর বিশ্বকাপ বাছাইয়ের প্রথম রাউন্ডে মালদ্বীপের বিপক্ষে দেশটির রাজধানী মালেতে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ। তবে সেই ম্যাচে জামাল ভূঁইয়াদের বিপক্ষে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ওঠে। এর জন্য ৫ হাজার সুইস ফ্রাঁ (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ লাখ ৪৩ হাজার ৭০৬ টাকা) জরিমানা করা হয়েছে বাফুফেকে।
দ্বিতীয় ঘটনাটি ঢাকায়। বসুন্ধরার কিংস অ্যারেনায় ১৭ অক্টোবর মালদ্বীপকে আতিথ্য দেয় বাংলাদেশ। সেই ম্যাচে ২-১ ব্যবধানে জিতে বিশ্বকাপ বাছাইয়ের মূলপর্বে জায়গা করে নেয় লাল-সবুজ জার্সিধারীরা। তবে সেই ম্যাচে গ্যালারিতে বাজি-পটকা ফোটানো, নিরাপত্তা বিধি ভঙ্গ করা ও মাঠে দর্শক প্রবেশের কারণে অভিযোগ আনে ফিফা। এই ম্যাচের কারণে ১৪ হাজার সুইস ফ্রাঁ (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮ লাখ ২ হাজার ৩৭৬ টাকা) জরিমানা করা হয়েছে।
তৃতীয়বারের মতো বাংলাদেশ জরিমানার কবলে পড়ে সেই কিংস অ্যারেনাইতেই, ২১ নভেম্বর। বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে শক্তিশালী লেবাননকে ১-১ গোলে রুখে দিয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচেও বাজি-পটকা ফোটানো, নিরাপত্তা বিধি ভঙ্গ করা ও মাঠে দর্শক প্রবেশের কারণে বাফুফেকে জরিমানা করা হয়। যার পরিমাণ ১১ হাজার ২৫০ সুইস ফ্রাঁ, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ লাখ ৪৮ হাজার টাকা।