ads

দেশ যুদ্ধাবস্থায় রয়েছে

একুয়েডরের রাস্তায় মঙ্গলবার সেনাবাহিনীর এমন সাঁজোয়া যান দেখা যায়। ছবি: রয়টার্স

মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা একুয়েডরে প্রেসিডেন্ট দেশটির ২২টি গ্যাং কে সন্ত্রাসী সংগঠন বলে ঘোষণা করে তাদের দমনে সামরিক অভিযান পরিচালনার কথা জানিয়েছেন।

 সরাসরি সম্প্রচার চলাকালে টেলিভিশন স্টেশনে মুখোশ পরা বন্দুকধারীদের হামলা ছাড়াও লাতিন আমেরিকার দেশ একুয়েডরে অন্তত পাঁচটি কারাগারে ১৩০ জনের বেশি কারারক্ষী ও কর্মীদের জিম্মি করেছে কারাবন্দিরা।

যা দেশটিতে গত কয়েক দিনে সহিংসতা ক্রমশ বৃদ্ধির চিত্র তুলে ধরেছে। দেশের বর্তমান পরিস্থিতিকে তাই যুদ্ধাবস্থা বলেছেন একুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া।

তিনি মাদক পাচার চক্রের কারণে দেশজুড়ে যে নিরাপত্তা সংকট তৈরি হয়েছে তা দমন করার প্রতিজ্ঞা করেছেন। মাদক পাচার চক্র একুয়েডরকে ব্যবহার করে বিশ্বের নানা প্রান্তে মাদক বিশেষ করে কোকেন পাচার করে।

এরকম ২২টি চক্রকে মঙ্গলবার একুয়েডর সরকার সন্ত্রাসী সংগঠন বলে ঘোষণা করেছে এবং বলেছে, তাদের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা শুরু হয়েছে।

স্থানীয় একটি রেডিওকে প্রেসিডেন্ট নোবোয়া আরো বলেন, “আমরা যুদ্ধের মধ্যে রয়েছি এবং আমরা এই সন্ত্রাসী দলগুলোর কাছে হেরে যেতে পারি না।”

এই সপ্তাহান্তে লস চোনেরোস গ্যাং এর নেতা অ্যাডলফো ম্যাকিয়াস কারাগার থেকে পালিয়ে যান। তার পরই সোমবার প্রথম প্রহর থেকে কারাবন্দিরা কারাগারের কর্মীদের জিম্মি করা শুরু করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে ৬০ দিনের জরুরি অবস্থা ঘোষণা করেন প্রেসিডেন্ট নোবোয়া।

মঙ্গলবার দেশজুড়ে সিরিজ বোমা হামলা এবং সরাসরি সম্প্রচারের সময় মুখোশপরা বন্দুকধারীদের নাটকীয় ভাবে টেলিভিশন স্টেশন দখল করার ঘটনার পর সরকার থেকে আরো কঠোর বিধি নিষেধ আরোপ করা হয়।
সরকার থেকে বলা হয়, গ্যাং নেতাদের জন্য উচ্চ নিরাপত্তা ব্যবস্থা যুক্ত নতুন একটি কারাগার নির্মাণ করার পরিকল্পনার কথা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট নোবোয়া। যার প্রতিক্রিয়ায় নানা গ্যাং দেশ জুড়ে সহিংস কর্মকাণ্ড শুরু করে।

কারাগারে ভিড় কমাতে এবং খরচ বাঁচাতে বিদেশি কারাবন্দি বিশেষ করে কলম্বিয়ার বন্দিদের নিজ দেশে পাঠানো শীঘ্রই শুরু হবে বলেও জানিয়েছেন নোবোয়া।

বলেন, একুয়েডরের কারাগারগুলোতে প্রায় দেড় হাজার কলাম্বিয়ান বন্দি রয়েছে। দেশে কারাগারে থাকা বিদেশি বন্দিদের ৯০ শতাংশই কলম্বিয়া, পেরু ও ভেনেজুয়েলার বলেও জানান তিনি।

একুয়েডরের প্রেসিডেন্টের বন্দি ফেরত পাঠানোর বিষয়ে জানতে বার্তা সংস্থা রয়টার্স থেকে কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু তাদের সাড়া মেলেনি।

দুই দেশের মধ্যে প্রায় ৬০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.