ads

বাংলাদেশ-রাশিয়া সম্পর্ক ক্রমাগত বিকশিত হচ্ছে : রুশ প্রধানমন্ত্রী


 দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে পঞ্চমবারের মতো সরকার গঠন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন।


শনিবার (১৩ জানুয়ারি) ঢাকার রুশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়। এর আগে, দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও শেখ হাসিনাকে অভিনন্দন জানান।


অভিনন্দন বার্তায় দেশটির প্রধানমন্ত্রী বাংলাদেশের নতুন সরকারকে সহায়তার আশ্বাস দিয়ে বলেন, ‌‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ক্রমাগতভাবে বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারিত্বের চেতনায় বিকশিত হচ্ছে।

তিনি বলেন, 'আমি নিশ্চিত যে সরকারি পর্যায়ে সক্রিয় যৌথ কাজ দুই দেশের মধ্যে বাণিজ্য এবং অর্থনৈতিক, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত, সাংস্কৃতিক এবং মানবিক ক্ষেত্রে বৃহত্তর সহযোগিতার জন্য সহায়ক হবে। ’

 

শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দায়িত্বশীল কর্মকাণ্ডের সাফল্য কামনা করেন মিখাইল মিশুস্তিন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.