নতুন করে ব্যবসা শুরুর পর প্রায় ৫০ লাখ টাকা মুনাফা করেছে ইভ্যালি। ওই অর্থ থেকে আগামী ১৫ দিনের মধ্যে ভোক্তা অধিকারে অভিযোগ করা গ্রাহকের অর্থ পরিশোধ শুরু হবে। মে মাস থেকে শুরু হবে অন্যান্য গ্রাহকের অর্থ পরিশোধ।
শনিবার (১৩ জানুয়ারি) বিকেলে অনলাইন ব্রিফিংয়ে এই আশ্বাস দিয়েছেন আলোচিত মার্কেট প্লেস ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল।
প্রতিষ্ঠানটির পুরনো সার্ভার আবারও চালুর ইঙ্গিত দিয়ে তিনি বলেন, সব তথ্য সেখানে সংরক্ষণ করা আছে। প্রত্যেক গ্রাহকের দেনা-পাওনার তথ্য বর্তমান অ্যাপেই দুই মাসের মধ্যে প্রকাশ করবে ইভ্যালি। ইতোমধ্যে গ্রাহকদের তথ্য ক্রসম্যাচিং করা শুরু হয়ে গেছে।
এ সময় নিজের পূর্বের কাজের জন্য ক্ষমা চেয়ে ইভ্যালি সিইও বলেন, যাদের কাছে ব্যাংকের চেক সংরক্ষণ আছে এবং ডিজওনার হয়েছে তা নিয়ে এলেও যাচাই করে অর্থ ফেরত দেয়া হবে।
গ্রাহকসংখ্যা ও পাওনার পরিমাণ সম্পর্কে মো. রাসেল জানান, প্রায় ৩ লাখ গ্রাহকের কাছে প্রতিষ্ঠানটির দেনার পরিমাণ ৩৫০ কোটির মতো