ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, এই সরকারকে দেশের জনগণ প্রত্যাখ্যান করেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকারের মিথ্যাচার ইতিহাসে ‘কলঙ্কজনক’ অধ্যায় হয়ে থাকবে।
আজ বুধবার ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনে সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম এসব কথা বলেন। রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম আরও বলেন, বর্তমান সরকারের প্রতি মানুষের ঘৃণা দিনে দিনে তীব্র হচ্ছে, যা একপর্যায়ে বিস্ফোরিত হবে।
সভায় বক্তারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সমালোচনা করেন। একই সঙ্গে ভরা মৌসুমে চাল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা অভিযোগ করেন, ক্ষমতাসীন দলের অবাধ লুটপাট দেশকে চরম সংকটের মুখোমুখি করেছে।
ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলনের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, মহাসচিব মাওলানা ইউনুস আহমাদ প্রমুখ।
ইসলামী ছাত্র আন্দোলনের সেক্রেটারি জেনারেল ইউসুফ আহমাদ মানসুর সভা সঞ্চালনা করেন।
সভা শেষে ইসলামী ছাত্র আন্দোলন নতুন কমিটির কেন্দ্রীয় সভাপতি নূরুল বশর আজিজী, সহসভাপতি ইউসুফ আহমাদ মানসুর ও সেক্রেটারি জেনারেল মুনতাছির আহমাদের নাম ঘোষণা করা হয়।