ads

মরা নদী পরিষ্কার ও উদ্ধার শুরু করলেন ব্যারিস্টার সুমন

 


নির্বাচিত হয়ে শপথের পর প্রথম কাজ হিসাবে চুনারুঘাটের মরা খোয়াই নদী পরিষ্কার ও দখলমুক্ত করতে কাজ শুরু করেছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের নবনির্বাচিত সংসদ-সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।


নদী পরিষ্কার ও দখলমুক্ত করে এখানে নিজস্ব অর্থায়নে ওয়াকওয়ে নির্মাণ ও পার্ক হিসাবে চালু করতে চান তিনি। রোববার সকাল ১০টায় তার কর্মী বাহিনী এই নদী পরিষ্কার শুরু করেছে। তবে প্রচণ্ড ঠান্ডার কারণে অনেকে এসেও নদীতে নামতে পারেননি। দু-একদিনের মধ্যে তাপমাত্রা বাড়লে শত শত কর্মী স্বেচ্ছাশ্রমে এ কাজে যোগদান করবেন বলে জানা গেছে।তবে ব্যারিস্টার সুমন প্রথম দিনে যোগ দিতে না পারলেও আগামী বুধবার যোগ দেবেন। নির্বাচনের আগে তিনি তার ইশতেহারে উল্লেখ করেছিলেন, তার প্রথম কাজ হবে এ নদী পরিষ্কার ও দখলমুক্ত করে এখানে একটি ওয়াকওয়ে ও পার্ক নির্মাণ করা। নদীতে দেবেন নৌকা। যেখানে ছেলেমেয়েরা আনন্দ করতে পারবে। প্রতিশ্রুতি অনুযায়ী সংসদ-সদস্য হয়ে শপথ নিয়ে প্রথমেই তিনি এ কাজে হাত দিয়েছেন।

ব্যারিস্টার সুমন বলেন, পুরান নদীর ময়লা পরিষ্কারের মধ্য দিয়ে আমার কাজ শুরু হলো। তারপর অন্যান্য পরিবর্তনগুলো আমি করব। আমার পুরো সময়টাই (৫ বছর) চমকের ওপর থাকবে। এটা আমি দেখাব যে একজন এমপি চাইলে একটা এলাকার মানুষের ভাগ্য কতটুকু পরিবর্তন করতে পারে।


সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত মুখ ও যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার সুমন হবিগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করে নৌকার প্রার্থী বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীকে প্রায় এক লাখ ভোটে পরাজিত করেন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.