আগের কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষা করে শিক্ষাখাতে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে চান নবনিযুক্ত শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এজন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রত্যাশা করেছেন তিনি।
রোববার সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা, কর্মচারী এবং বিভিন্ন দপ্তর সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, ২০০৯ খ্রিষ্টাব্দ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর গৃহীত শিক্ষা সংক্রান্ত সব কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষা করে ২০৪১ খ্রিষ্টাব্দের উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গঠনে স্মার্ট প্রজন্ম সৃষ্টি করতে সবাই মিলে কাজ করবো। বর্তমান সরকারের নির্বাচনের ইশতিহারের অন্যতম লক্ষ্য ভবিষ্যৎ প্রজন্মের কর্মসংস্থান নিশ্চিত করা। এ লক্ষ্যে সবাইকে নিয়ে সুশাসন ও জবাবদিহিতামূলক শিক্ষাখাত গড়ে তোলা এবং শিক্ষার রূপান্তরের কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য সবার সহযোগিতা প্রত্যাশী করেন শিক্ষা মন্ত্রী
তিনি আরো বলেন, নতুন সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়ায় আমি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ এবং সদ্য সাবেক সফল শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি মহোদয় অত্যন্ত সফলভাবে শিক্ষা মন্ত্রণালয় চালিয়েছেন তার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। মন্ত্রিপরিষদের সদস্যরা, সংসদ সদস্যরা, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক এবং সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা চাই।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খানের অনুষ্ঠানে সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. ফরিদ উদ্দিন আহমদ। তাছাড়া ইউজিসির চেয়ারম্যান, বাংলাদেশ এক্রিডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।