ads

মারা গেছেন ‘স্টার ট্রেক’ খ্যাত অভিনেতা গ্যারি গ্রাহাম

গ্যারি গ্রাহাম । ছবি: সংগৃহীত
মারা গেছেন ‘স্টার ট্রেক’ খ্যাত অভিনেতা গ্যারি গ্রাহাম। হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন অভিনেতা। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করেছিলেন। কিন্তু তাতে ফল মেলেনি। ওয়াশিংটনের হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। খবর হলিউড রিপোর্টারের।

অভিনেতার মৃত্যুর খবর জানান তার স্ত্রী বেকি। প্রাক্তন স্বামীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অভিনেত্রী সুজান লাভেলে। গ্যারির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন তিনি। জানান, তাদের একমাত্র মেয়ে এই খবরে ভেঙে পড়েছেন।

ক্যালিফোর্নিয়ার লং বিচে জন্ম গ্যারির। আটের দশকে সিবিএসের মিনি সিরিজে অভিনয় শুরু করেন তিনি। তারপর একাধিক সিনেমা, সিরিয়ালে অভিনয় করেছেন। তবে অভিনেতাকে কাঙ্ক্ষিত জনপ্রিয়তা এনে দেয় ‘স্টার ট্রেক’। ১৯৯৫ সালে ‘স্টার ট্রেক: ভয়জার’-এ ওকাম্পান গোষ্ঠীর নেতা টানিসের চরিত্রে অভিনয় করেছিলেন গ্যারি।

পরবর্তীকালে ‘স্টার ট্রেক: এন্টারপ্রাইজ’-এ ভালকান অ্যাম্বাসাডর সোভালেন চরিত্রে দেখা যায় গ্যারিকে। ফ্যান প্রোডাকশনের ‘স্টার ট্রেক: অপ গডস অ্যান্ড ম্যান’-এ র‌্যাগনারের ভূমিকাতেও দেখা যায় অভিনেতাকে। ‘হার্ড কোর’, ‘রাইট মুভস’ সিনেমাতেও অভিনয় করেছেন ৭৩ বছরের তারকা।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.