গাজায় ইসরায়েলি গণহত্যা ইস্যুতে দক্ষিণ আফ্রিকার করা আবেদনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর দিনক্ষণ ঠিক করেছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। শুক্রবার (২৬ জানুয়ারি) এই বিষয়ে সিদ্ধান্ত জানাবে আইসিজে। স্থানীয় সময় দুপুর ১টায় তেলআবিবের বিরুদ্ধে জরুরি পদক্ষেপ নেয়ার আদেশ দেয়া হবে কি না সেই ইস্যুতে সিদ্ধান্ত জানানো হবে।
বুধবার (২৪ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আইসিজে।
তবে, ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়েছে কি না, সে ইস্যুতে কোনো ঘোষণা দেবে না আন্তর্জাতিক বিচার আদালত। শুধু ইসরায়েলের বিষয়ে জরুরি পদক্ষেপ নেয়ার ব্যাপারেই সিদ্ধান্ত দেয়া হবে।
গাজায় আগ্রাসন আর গণহত্যার দায়ে তেলআবিবকে জবাবদিহিতার মুখোমুখি করতে গত ২৯ ডিসেম্বর আইসিজে’তে মামলাটি করেছিল দক্ষিণ আফ্রিকা। চলতি মাসের শুরুতে আদালতে মামলাটির দুই দিনের শুনানি হয়। শুনানিতে দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে অনুরোধ জানানো হয়, আদালত যেন জরুরি ভিত্তিতে ইসরায়েলকে গাজায় সামরিক অভিযান বন্ধের নির্দেশ দেয়। এছাড়া, জেনোসাইড কনভেনশনের আওতায় ফিলিস্তিনি জনগণের অধিকারের সুরক্ষা নিশ্চিতেও তাগিদ দেয়া হয়।